Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জি আর

খাদ্য ও অর্থ সহায়তা (জিআর) কর্মসূচী

খাদ্য ও অর্থ সহায়তা (জিআর ) কর্মসূচীল আওতায় প্রাকৃতিক ও মানুষ্যসৃষ্ট দুর্যোগের (ঘূর্ণীঝড়, বন্যা, টর্নেডো, অগ্নিকান্ড, নদীভাঙ্গন, জলোচ্ছ্বাস, ভুমিকম্প, ইত্যাদি) পর তাৎক্ষণিকভাবে শুধুমাত্র সবচেয়ে বিশী ক্ষতিগ্রস্থ ও বিপদাপন্ন দরিদ্র ব্যক্তি বা

পরিবারকে নগদ অর্থ ও খাদ্য/পন্যসামগ্রী (চাল/গম/ঢেউটিন/কম্বল ইত্যাদি) হিসেবে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচীর আওতায় অন্তর্ভুক্ত সহায়তা প্রদানের প্র্রধান খাত সমূহ নিম্নরুপঃ

১.নগদ অর্থ(জিআর):

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অভাবী ব্যক্তি/পরিবার অথবা দুর্যোগ বা দুর্ঘটনায় আহত/নিহত ব্যক্তির অসচ্ছল পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠান যেমনঃ স্কুল/কলেজ/মাদ্রাসা/মসজিদ/মন্দির/গির্জা/কিয়াং/উপাসনালয়/পাঠাগারে নগদ অর্থিক সহায়ত প্রদান করা হয়। কর্মসূচীর আওতায় অন্তর্ভুক্ত নগদ আর্থিক সহায়তার বিস্তারিত বিবরণী নিম্নরুপঃ